জিজ্ঞাসাঃ হস্তমৈথুনের কারণে কি গোসল ফরজ হয়?
নাম প্রকাশে অনিচ্ছুক
ইমেইল থেকে।
সমাধানঃ হস্তমৈথুন কালে যদি বীর্য (মনি) তার স্বীয় স্থান থেকে উত্তেজনার সাথে নির্গত হয়। কেবল সেই সময়ই হস্তমৈথুনকারীর উপর গোসল ফরজ হবে। অন্যথায় মনি যদি তার স্থান থেকে উত্তেজনার সাথে নির্গত না হয়, তাহলে সে ক্ষেত্রে হস্তমৈথুনকারীর উপর গোসল ফরজ হবে না।
তথসূত্রঃ
ফাতওয়া হিন্দিয়া ১/১৪; আল-মুহিতুল বুরহানী ৩৬; খানিয়া ১/৪৪
উত্তর প্রদানে
মুফতী মাহবুব হাসান
মুহাদ্দিস, মাদরাসায়ে হালিমাতুস সাদিয়া রাযি. ঢাকা।
আরও পড়ুন- নাপাক ফ্লোর পাক করুন সহজে