জিজ্ঞাসাঃ বিবাহিত পুরুষ সহবাসের সময় কাম উত্তেজিত হয়ে যদি বৌয়ের দুধ মুখে নেয়, চুমু দেয় অথবা চোষে তা কি জায়েজ হবে?–নাম প্রকাশের ইচ্ছা নেই।
সমাধানঃ জায়েয, স্বামী স্ত্রীর মিলনের সময় অতিরিক্ত আনন্দের জন্য স্বামী যদি স্ত্রীর স্তনে চুমু দেয় অথবা স্তন চোষে তাহলে এতে কোন সমস্যা নেই। তবে স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে, সে ক্ষেত্রে চোষন থেকে বিরত থাকা উচিত।
আর যদি স্বামীর মুখের ভিতরে স্তনের দুধ এসেই যায়। সে ক্ষেত্রে থুথুর মাধ্যমে ওই দুধ ফেলে দিতে হবে। যদি ঘটনাক্রমে গিলে ফেলে তাহলে বিবাহের কোন সমস্যা হবে না।তথা বিবাহ বিচ্ছেদ হবে না।-মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১, আযীযুল ফাতাওয়া ৭৭০
والله اعلم بالصواب
Leave a Reply