জিজ্ঞাসাঃ সফরে থাকা অবস্থায় যদি এমন হয় যে স্বপ্নদোষ হয়ে গেছে কিন্তু ফরয গোসল করার কোন উপায় নাই। সেক্ষেত্রে কি বাকি ওয়াক্ত সমূহের নামায ও পরবর্তী দিন সমুহের রোজা ছেড়ে দিতে হবে? আর যদি নামাজ ও রোজা চালু রাখতেই হয় সেক্ষেত্রে শরিয়তের হুকুম কি?
নিবেদক, আহসানুল হাকিম
সমাধানঃ কোথাও ফরয গোসল করার কোনো উপায় যদি না-ই থাকে, তাহলে তায়াম্মুম করে হলেও নামায আদায় করতে হবে। কোনোভাবেই নামায ছেড়ে দেওয়া যাবে না। আর স্বপ্নদোষ হলে রোযা রাখতে কোনো সমস্যা নেই। সেমতে, ফরয রোযা অব্যাহতভাবে রাখতে হবে।
আরও জানতে দেখুনঃ সুনানে তিরিমিযি-হাদিস নং:৭১৯; সুনানে আবু দাউদ-হাদিস নং:২৩৮৯; হেদায়া-১/২১৭