গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর থেকে রজব মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। মহিমান্বিত একটি মাস রজব। এ মাস আসে রমযানের আগমনী বার্তা নিয়ে। তাই রজব মাস থেকেই রমযানের প্রস্তুতি নিতে হয়।
রজব মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাস সম্পর্কে খুব গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলে তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন।
হযরত আনাস রাযি.-এর সূত্রে একটি হাদীস বর্ণিত আছে যে, যখন রজব মাস শুরু হতো, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ দুআটি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রামাজান।’
‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।’ –আল মুজামুল আওসাত: ৩৯৩৯
অতএব আজ এখন থেকেই রমযান পর্যন্ত দুআটি খুব বেশি বেশি পড়া আমাদের দরকার।
উলামায়ে কেরাম বলেছেন, ‘আশহুরে হুরুমের বৈশিষ্ট্য হলো, এসব মাসে ইবাদত-বন্দেগির প্রতি যত্নবান হলে বাকি মাসগুলোতে ইবাদতের তাওফিক হয়। আর আশহুরে হুরুমে কষ্ট করে গোনাহ থেকে বিরত থাকতে পারলে অন্যান্য মাসেও গোনাহ পরিহার করা সহজ হয়।’ –আহকামুল কুরআন, জাসসাস: ৩/১১১
Leave a Reply