জিজ্ঞাসাঃ স্বাভাবিক ভাবে মাসিক শেষ হওয়ার পর আবার যদি দুই তিন দিন পর কালো ধরনের কিছু দেখা যায়, তাহলে ওই অবস্থায় নামায পড়া এবং রোযা রাখা যাবে কি?
সমাধানঃ স্বাভাবিকভাবে মাসিক শেষ হওয়ার মানে যদি দশদিন হয়, তাহলে দশদিনই হায়েজ ধরা হবে। আর বাকি যে কয়দিন রক্ত দেখা গেছে তা ইস্তেহাজা (অসুস্থ্যতা)। আর যদি স্বাভাবিক নিয়ম দশদিনের কম হয়, যেমন ৪/৫ দিন এবং কয়েকদিন পবিত্র থাকার পর আবার রক্ত দেখা যায়। যদি রক্ত শুরুর হায়েজ থেকে নিয়ে দশদিন অতিক্রম না করে তাহলে বুঝতে হবে তার আগের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তিত সমেকেই এখন থেকে হায়েজ হিসাবে ধরা হবে। এবং মধ্যবর্তী যে কয়দিন রক্ত বন্ধ ছিল তাও হায়েজ হিসাবে গণ্য হবে।
পক্ষান্তরে, দশদিন অতিক্রম করে গেলে পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী হায়েজ হবে এবং অতিরিক্ত দিনগুলোকে অসুস্থ্যতা হিসাবে গণ্য করা হবে।