জিজ্ঞাসাঃ আমার মার খালাত বোন আমার সম বয়সী। অনেক ভালো লাগে তাকে। এই ভালো লাগা থেকে আমাদের দুজনের মধ্যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে এখন দুজন দুজনকে ছাড়া জীবনে চলা অনেক মুশকিল। জানার বিষয় হলো; আমার জন্য আমার মায়ের খালাতো বোনকে বিবাহ করা জায়েয হবে কিনা?- আব্দুল্লাহ আল মাহদী
সমাধানঃ ছেলে এবং মেয়ে দু’জনের মধ্যে ইসলামিকভাবে সম্পর্ক গড়ে তোলার একটাই পদ্ধতি-বিয়ে। এ সম্পর্কে আমরা ইতিপূর্বে একটি সমাধানও লিখেছি বিস্তারিত জানতে দেখুন- বিয়ের আগে ইসলামিক প্রেম করা বৈধ?
উল্লেখ্য, মায়ের খালাতো বোনকে বিবাহ করা জায়েয। কেননা মায়ের খালাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। সুতরাং তাকে বিয়ে করতে পারবেন।-সূরা নিসা (৪) : ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫
والله اعلم بالصواب