জিজ্ঞাসাঃ আমাদের গ্রামে কোনো কোনো বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে গরুর গোবর জমা করা হয়। এভাবে বেশ কয়েক মাস জমা করার পর তা নার্সারির কাছে উপযুক্ত দামে বিক্রি করা হয়। জানার বিষয় হলো, চতুষ্পদ প্রাণী এবং মানুষের পায়খানা কেনাবেচা করা জায়েজ আছে কি?
সমাধানঃ ইসলামের দৃষ্টিতে চুতুষ্পদ প্রাণীর মল ও মানুষের মল সম্পদ হিসেবে পরিগণিত। কারণ এগুলো দ্বারা উপকার লাভ করা যায়। যেমন গ্যাস তৈরী, সার তৈরী ইত্যাদি। এমনিভাবে গোবর জ্বালানী হিসেবেও ব্যবহৃত হয়। এসকল কারণে যেহেতু তা সম্পদের মত উপকারী তাই এগুলো ক্রয় বিক্রয় করা জায়েজ। না জায়েজ হওয়ার কোন কারণ নেই।
فى البحر الرئق- والصحيح عن الإمام أن الانتفاع بالعذرة الخالصة جائز بغلبة يجوز بيع الخالصة (البحر الرائق-9/365)
وفى الفتاوى الهندية- ويجوز بيع السرقين والبعر والانتفاع بهما وأما العذرة فلا يجوز الانتفاع بها (الفتاوى الهندية-3/116)
তথ্যসূত্রঃ
আল বাহরুর রায়েক-৯/৩৬৫; ফাতওয়ায়ে হিন্দিয়া-৩/১১৬; বাদায়েউস সানায়ে’-৪/৩৩৬; তাবয়ীনুল হাকায়েক-৭/৫৭; মাজমাউল আনহুর-৪/১৬৮; জাদিদ ফিক্বহী মাসায়েল-১/২৬০-২৬১