বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ আগামীকাল বুধবার। আগামীকাল ২০ জুমাদাল উখরা ৩ ফেব্রুয়ারি বুধবার পরীক্ষা ফি জমা দেয়ার শেষ তারিখ। আজ মঙ্গলবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কওমী বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষবৃন্দকে জানানাে যাচ্ছে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ ২০ জুমাদাল উখরা। সুতরাং যাদের ফি এখনও জমা হয়নি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বেফাক দফতরে ফি জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরােধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, এবার কোনো মাদরাসায় প্রতিনিধি পাঠানো হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক মাদরাসা নিজেদের দায়িত্বে নির্ধারিত সময়ের মধ্যে ফি এর কাগজপত্র, ফরম ও ফি বেফাক দফতরে পৌছানাের ব্যবস্থা করবেন। বেফাকের কোন প্রতিনিধির অপেক্ষায় থাকা যাবে না। উত্তর বঙ্গের মাদরাসা সমূহের জন্যও কোন প্রতিনিধি পাঠানাে হবে না। প্রেরণের সুবিধার্থে মারকাযের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কাগজপত্র, ফরম ও ফি ইত্যাদি সংগ্রহ করে এক সাথে হাতে হাতে বেফাক অফিসে জমা দিতে পারবেন।
Leave a Reply