1. qawmivoiceb@gmail.com : Mahbub :
  2. muftimahbub454@gmail.com : কওমী ভয়েস : কওমী ভয়েস
বৃষ্টির জন্য বিশেষ দোয়া | কওমী ভয়েস
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ০৩:১১ অপরাহ্ন

বৃষ্টির জন্য বিশেষ দোয়া

কওমী ভয়েস
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৫ জন দেখাছেন

খাগড়াছড়ির পানছড়িতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন এলাকাবাসী।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বিদ্যালয় মাঠে এ বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক মাসের খরায় বড় বড় পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে তৈরি হয়েছে তীব্র পানির সংকট। নষ্ট হয়ে যাচ্ছে মৌসুমি ফল। তীব্র দাবদাহে চরম অস্বস্তিতে রয়েছে পানছড়ির সর্বস্তরের জনগণ। হুমকির মুখে রয়েছে জীববৈচিত্র্য।

এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য পানছড়ির আইয়ুব নগরবাসীর আয়োজনে করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. আলী হোসেন কারিমী। গ্রামের কোমলমতি শিশুরাও এই বিশেষ প্রার্থনায় শরিক হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ মেম্বার জানান, এর আগে কখনও এতটা খরা আর গরম দেখিনি। তীব্র খরায় মৌসুমি ফল নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য গ্রামবাসী মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেছি।

বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অনেকেই এই প্রথমবারের অংশগ্রহণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরও পড়ুন
©২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত| এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
Theme Customized BY QawmiVoice