জিজ্ঞাসাঃ কোন ব্যক্তি যদি বিনা ভিসায় অন্য রাষ্ট্রে গিয়ে হালাল পন্থায় ইনকাম করে তাহলে কি তার জন্য সেই ইনকাম হালাল হবে? বিস্তারিত জানতে আগ্রহী।
খালিদ সাইফুল্লাহ
মানিকগঞ্জ, ঢাকা।
সমাধানঃ শরীয়তে ইসলামিয়ার একটি মূলনীতি হলো, “কোন রাষ্ট্রের আইন লঙ্ঘন করা বৈধ নয়।” যতক্ষন না সেই রাষ্ট্রের আইন কোন অবৈধ কাজের উপর বাধ্য করে। যেমন, ভিসা ছাড়া অন্য রাষ্ট্রে যাওয়ার অনুমতি নেই। এবং ভিসা ছাড়া অন্য রাষ্ট্রে গেলে নিজের জান ও ইজ্জত নষ্ট হওয়ার ভয় থাকে।
সুতরাং ভিসা ছাড়া কোন রাষ্ট্রে গেলে অবশ্যই অন্যায় কাজে লিপ্ত হতে হয়। কাজেই ভিসা ছাড়া অন্য দেশে গিয়ে যদিও সে মনে করে যে হালাল ইনকাম করছে। তথাপিও তার ইনকাম জায়েজ হবে না। কাজেই ভিসা ছাড়া যাওয়াই ঠিক হবে না।
তথ্যসূত্রঃ
ফাতওয়া শামী ৩/৫৩; আহসানুল ফাতওয়া ৮/২১৭; ফাতওয়া রহিমিয়া ৮/৪১৮
লেখক, মুহাদ্দিস, মাদরাসায়ে হালিমাতুস সাদিয়া রাযি. ঢাকা।