জিজ্ঞাসাঃ পাকা ফ্লোরে নাপাক পড়লে ফ্লোর কিভাবে পাক করবে?
আল-আমীন
ওয়েব থেকে।
সমাধানঃ পাকা ফ্লোরে নাপাক পড়লে তা পবিত্র করার পদ্ধতি হলো। নাপাক যদি তরল জাতিয় হয়, যেমন পেশাব ইত্যাদি। তাহলে যে স্থানে নাপাক পড়েছে, সে স্থানে এ পরিমাণ পানি ঢেলে দিবে যাতে করে নাপাক ও নাপাকের দুর্গন্ধ উভয়টি চলে যায়। অথবা সে স্থান শুকিয়ে গেলে ও নাপাকের দুর্গন্ধও বাকি না থাকলে সে স্থান পাক হয়ে যাবে।
আর যদি নাপাক শরীর জাতিয় হয়। যেমন- পায়খানা ইত্যাদি। তাহলে তা সম্পূর্ণ রূপে পরিষ্কার না করলে সে স্থান পাক হবে না।
তথ্যসূত্রঃ
আদদূরুল মুখতার ১/৫১২-৫১৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৪২; ফাতহুল কাদীর ১/১৭৫; মুসান্নাফ ইবনে আবি শায়বা ১/৪৩১; ইলাউস সুনান ১/৩৯৬; নাসবুর রায়া ১/২৭৭; ফাতাওয়া খানিয়া ১/২৫; ফাতওয়া দারুল উলুম ১/৩৫৫; আহসানুল ফাতওয়া ২/৭৭-৭৮
উত্তর প্রদানে
মুফতী মাহবুব হাসান
মুহাদ্দিস, মাদরাসায়ে হালিমাতুস সাদিয়া রাযি. ঢাকা।