আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাযি. ছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় মানুষ।
একবারের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের সেনাপতি হিসেবে হযরত আমর ইবনে আস রাযি.-কে মনোনীত করলেন। তিনি তখন ভেবেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এ ভাবনা থেকেই জিজ্ঞেসই করেন-আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশা। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশার বাবা (আবু বকর)। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, উমর। এভাবে তিনি অনেকের নাম বললেন। আমর ইবনে আস রা. বলেন, একসময় আমি প্রশ্ন করা বন্ধ করে দিলাম, আমার আশঙ্কা হল, আমার নাম আবার সবার শেষে বলেন কি না। -সহীহ বুখারী, হাদীস ৪৩৫৮