জিজ্ঞাসাঃ শীতের দিন। সহবাসের সময় কিংবা স্বপ্নদোষের সময় যদি তোশকে বীর্য লেগে যায় বা কোন নাপাক লেগে যায় তাহলে করণীয় কী বা কিভাবে সেটা পাক করব?
সমাধানঃ নাপাক বস্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেগুলো পাক হওয়ার পদ্ধতিও বিভিন্ন। যেমন কিছু জিনিস স্থির থাকে। কিছু হালকা ও বয়ে যায়। কিছু আর্দ্রতায় শুকিয়ে যায়। কিছু শুকায় না অথবা অল্প মাত্রায় শুকায়। আর কিছু ময়লা নিঃশেষ হয়ে যায়।
যদি অসতর্কতা বসত বীর্য তোশকে লেগে যায় তাহলে ইসলামের বিধান হল, যদি তা শুধু উপরের আবরণে লেগে থাকে এবং ভিতরে প্রবেশ না করে, তাহলে তা ঘষে তুলে ফেললে বা অন্য কোনভাবে দূর করে দেয়া দ্বারা তোষক পাক হয়ে যাবে। অথবা তিন বার তার উপর দিয়ে পানি প্রবাহিত করে দেয়ার দ্বারাও পাক হয়ে যাবে। কিন্তু যদি তোশকে নাপাকি ভেতরে খুব ভালোভাবে চুষে নেয়, তা হলে তা তিন বার ধৌত করতে হবে। এবং প্রতিবার ধৌত করার পর শুকাতে হবে। শুকানোর অর্থ হচ্ছে তার উপর হাত রাখলে যেন ভিজে না যায়।
-শামি ১/৩৩২ কিতাবুল ফাতাওয়া كتاب الفتاوى
Leave a Reply