মোহতারাম শ্রদ্ধেয় জাতির রাহবার!
সালাম নিবেন। নিশ্চয়ই ভালো আছেন, দুআ করি সর্বদা।
মোহতারাম! আপনি মাঠে ময়দানে দেশে বিদেশে যুবক ও তরুনদের একজন জনপ্রিয় রাহবার হিসেবে খ্যাতি লাভ করেছেন আলহামদুলিল্লাহ।
সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট থেকে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আজ পর্যন্ত নানা গুঞ্জন চলছে। বেশ কয়েকটি বিষয় পরিষ্কার হচ্ছেনা কারো কাছেই। সে জন্যই আমার এই খোলা চিঠি, আশা করব আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমি নগন্যের খোলা চিঠি খানা পড়বেন।
আপনাকে যে কয়েকটি বিষয় পরিষ্কার করতে হবে তাহলো-
১. সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নীল/কাল বোরকা পরিহিতা নারীর মধ্যে আপনার স্ত্রী কোনটি? কারণ, আপনার বলা নামের সাথে নীল বোরকার নামের মিল আমরা পাই না।
২. আপনার বড় স্ত্রীর সাথে যে ফোনালাপ ফাঁস হয়েছে আসলেই কি সেটা আপনার ফোনালাপ কিনা?
৩. আপনার বড় বোনের সাথে আপনার প্রথম স্ত্রীর ফোনালাপ কি সত্য?
৪. ওই ছেলেটি কে? আসলেই কি সে আপনার দ্বিতীয় স্ত্রীর ছেলে?
আশা করি, জাতির সামনে এই চারটি বিষয় পরিষ্কার করবেন। দুআ করি। আল্লাহ আপনার সুদীর্ঘ হায়াত দারাজ করুন। আমাদের মাঝে আপনাকে দেখতে চাই। ইনশাআল্লাহ আবার আসবেন।