ইমাম আযম আবু হানীফা রহ. তাঁর ছাত্র ইমাম আবু ইউসুফ রহ. কে এক চিঠিতে অসিয়ত করেন-
সাধারণ মানুষ যে পরিমাণ ইবাদত-বন্দেগী করে সে পরিমাণ ইবাদত-বন্দেগী আদায় করে তুমি তুষ্ট হয়েও না। বরং অধিক ইবাদত-বন্দেগী করবে। কারণ সাধারণ মানুষ যখন তোমাকে তাদের ইবাদতের চেয়ে বেশি ইবাদতে মশগুল না দেখবে তখন তারা তোমার সম্পর্কে মন্দ ধারণা পোষণ করবে। এবং ভাবতে থাকবে যে, ইবাদতের প্রতি তোমার আগ্রহ কম। এবং এ বিশ্বাস বদ্ধমূল হতে শুরু করবে যে, তোমার ইলম তোমাকে এতটুকু উপকৃত ও ফায়দা পৌঁছাতে পারেনি যতটুকু তাদের অজ্ঞতা তাদের ফায়দা দিচ্ছে, যে অজ্ঞতায় তারা নিমজ্জিত। (এবং তোমার এই ইবাদত স্বল্পতার কারণে তারা অনায়াসে বলতে শুরু করবে, “জানার মধ্যে কামিয়াবী নেই বরং মানার মধ্যেই কামিয়াবী” এজাতীয় নানা কথা বলতে থাকবে যা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। অথচ একবারও তুমি হয়তো ভাববে না যে এ ধারণা তোমার কারণেই সৃষ্টি হয়েছে।)
কিতাবুল অসিয়ত: অসিয়ত নাম্বার ৪০