আমরা মুসলিম। ধর্ম আমাদের ইসলাম। কিন্তু ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি? আমাদের জানার পরিধি কতটুকু? আজ মুসলিমরা তাঁদের ইতিহাস না জানার কারণে আরবের মুশরিক গোষ্ঠীর নেতা আবু জাহল, ইসলামের সঙ্গে তার শত্রুতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বিদ্বেষ ও বেআদবী সর্বজনবিদিত।
তার সম্পর্কে কোনো কোনো মানুষকে বলতে শোনা গেছে যে, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা ছিল, যেভাবে আবু লাহাব তাঁর চাচা ছিলেন।
এটা ভুল। আবু লাহাব খাজা আবদুল্লাহর ভাই এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা ছিলেন। কিন্ত আবু জাহল কোরাইশ বংশের লোক হলেও আবদুল মুত্তালিবের সন্তান ছিল না। আবু জাহলের বংশধারা এই-‘‘আবু জাহল আমর ইবনে হিশাম ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে মাখ্যুম’’।
-উমদাতুল কারী, খন্ড : ১৭, পৃষ্ঠা : ৮৪
আল্লাহ আমাদের ভুল ইতিহাস জানার থেকে হেফাযত করুন। আমীন।
Leave a Reply